মানবদেহকে যদি একটি রাজ্যের সাথে তুলনা করা হয়, তবে সেই রাজ্যের রাজধানী হবে ‘হৃদয়’। রাজধানীর মতোই পুরো দেহের ভালো বা খারাপ থাকা অনেকাংশেই নির্ভর করে হৃদয়ের উপর। হৃদয় যদি বিশৃঙ্খল হয়ে পড়ে, তবে মুহূর্তেই অশান্তি ছড়িয়ে পড়ে সারা দেহে। কারণ হৃদয়ের ব্যধিগুলো সংক্রামক। তাই সমগ্র দেহের সুস্থতার জন্য সবার আগে প্রয়োজন হৃদয়ের সুস্থতা ও শুদ্ধতা। প্রয়োজন হার্দিক প্রশান্তি।
হার্দিক সুস্থতা, শুদ্ধতা ও প্রশান্তি অর্জনের জন্য শাইখ মূসা আবদুল্লাহ জিবরীলের কিছু দিকনির্দেশনা ও উপদেশমালা নিয়ে রচিত হয়েছে এই বইটি—‘হার্দিক প্রশান্তির খোঁজে’
বইটি মূলত শাইখ মূসা আবদুল্লাহ জিবরীল লেকচার সিরিজ ‘Unveiled Treasures of Islam’- এর অনুবাদ। সিরিজটি ১৪৪২ হিজরির (২০২১ ঈসায়ীর) রমাদানে শাইখা উম্ম মূসার তত্ত্বাবধানে দাওয়াহ অ্যাকাউন্ট LightOfTheTruth (Telegram) এবং ShaykhMusaGems (Instagram) চ্যানেল থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। মোট ২১ টি লেকচারে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে আকিদাহর নানা দিক, ইবাদাত, আত্মশুদ্ধি ও সমকালীন জীবনঘনিষ্ঠ কিছু গুরুত্বপূর্ণবিষয় আলোচিত হয়েছে।