Description

আল্লাহ তাআলা তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে তওবাহীন হাজার রাত তাহাজ্জুদগুজারের চেয়ে তওবাকারী পাপী ব্যক্তি অধিক পছন্দনীয়! আল্লাহ তাআলা চান, দিনশেষে বান্দা তাঁর কাছেই ফিরে আসুক।
এসো ভাই, মৃত্যু শাহরগ ছোঁয়ার আগেই তওবা করে নিই। এমন যেন না হয়, দুনিয়ায় ব্যস্ত থাকতে থাকতে তওবার কথাই ভুলে গিয়েছি!
হে আদমসন্তান, তোমার রব তো তোমার হয়েই আছেন, তুমিও তাওবার পথে ফিরে এসো। তোমার রবের হয়ে যাও। জীবনটাকে আল্লাহর রঙে রাঙাও। চলো আল্লাহর রঙে রঙিন হই!