Description
মানুষের জন্য মুক্তির সব ধারা বর্ণনা করা হয়েছে কুরআন এবং হাদিসের অমিয় বাণীতে। মানুষ সেখানেই যাক, যে পথেই পা বাড়াক, সে দিকেই মোড় নিক-দিনশেষে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানা থেকে একবিন্দু পরিমাণও বিচ্যুত হতে পারে না। তাকে ঘুরেফিরে আল্লাহর অসীম অনুগ্রহের অধীন হতে হয়। তবুও তার মাঝে অনিঃশেষ অবাধ্যতা। অহংকার আর অহমিকার অন্তর্জালে সে বিলিয়ে দেয় নিজেকে। ফলে পদস্খলন হয় তার। এমন ভুলো-মান ভুলে থাকা মানুষগুলোকে জাগাতে, তাদের অন্তঃকরণে অবাধ্যতার যে আবরণ প্রগাঢ় হয়ে আছে তা সরাতে দরকার উদাত্ত, উদ্বেলিত আহ্বান।
.
বলা হয়, মানুষের জীবন হলো কাজের সমষ্টি। কাজ এবং কাজের মাঝেই মানুষের জীবন অতিবাহিত হয়ে যায়। কেমন হবে, যদি সেই কাজগুলোর ভেতরে খুজেঁ ফেরা হয় মহান রবের সন্তুষ্টি? যাপিত জীবনের সকল ব্যস্ততার মাঝেও, সকল আড়ম্বর-অনাড়ম্বর দিবস যাপনের মাঝেও যদি নিজেকে নিবেদিত করা যায় মহান প্রতিপালকের কাছে, কেমন হয় সেই দৃশ্য? কাজের মধ্যে থেকে রবকে খুজেঁ নেওয়ার জন্য। রবের কাছাকাছি যাওয়ার জন্য সেই প্রেরণা লেখিকার এই বইটি আমার-আপনার সকলের জন্য বইটি তৃষিত সকল প্রাণকে আলোড়িত-আন্দোলিত করুক। আমরা নিজেদের কাজে-ই নিজেরা দিন-রাত জাগা ব্যস্ততার মাঝে কাটিয়ে দেই!! কিন্তু যেই-মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য কতটুকু করেছি একটু আমরা কি কখনো ভেবে দেখেছি। এই ভাবনায় পাঠকদেরকে উৎসাহিত করারই একটি প্রচেষ্টা, ‘কাজের মাঝে রবের খোঁজে।’
Reviews
There are no reviews yet.