Description

বিশুদ্ধতার বিচারে কুতুবুস সিত্তাহ তথা সহিহুল বুখারি, সহিহ মুসলিম, জামি তিরমিযি, সুনানুন নাসায়ি, সুনানু আবি দাউদ, সুনানু ইবনি মাজাহ—এই ছয়টি প্রসিদ্ধ হাদিসগ্রন্থের অবস্থান সবার ওপরে। আর যেসব হাদিস রয়েছে এই ছয়টি গ্রন্থের প্রত্যেকটিতেই, সেগুলো যে বিশুদ্ধতম হাদিস তা আর বলার অপেক্ষা রাখে না।
কুতুবুস সিত্তাহর কমন হাদিসগুলো নিয়ে গড়ে উঠেছে আমাদের এবারের আয়োজন ‘বিষয়ভিত্তিক বিশুদ্ধ হাদিস সংকলন’। জ্ঞানপিপাসুদের জন্য এমন গ্রন্থের জুড়ি মেলার ভার। জীবনঘনিষ্ঠ এসব হাদিস থেকে সমাজের প্রতিটি মানুষ উপকৃত হবে, ইনশা আল্লাহ।