Description

উপন্যাসটিতে মূল লেখক কবর, হাশর, কেয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি বিষয়ে কুরআন-হাদীসে বিবৃত বিভিন্ন অবস্থাকে ভিন্ন ভিন্ন চরিত্রে ও দৃশ্যের মাধ্যমে চিত্রায়ণ করেছেন৷ অনেকটা ফ্রিকশনের মত। পাঠক বইটি হাতে নেয়া মাত্র অন্য এক জগতে নিজেকে খুঁজে পাবে। আখিরাতের প্রতিটি স্টেপ মনে হবে চোখে দেখছে।

উপন্যাসটি অভিনব বিষয়বস্তু, উত্তম বিন্যাস এবং প্রতিটি বিষয়ের চমৎকার দৃশ্যায়ন পাঠকের ভাবনার জগতে ঝড় তুলবে নিঃসন্দেহে৷