Description

প্রিয় ঘুড়ি,
কেমন আছো? ভালোই থাকবে নিশ্চয়। আমাদের এখানে অনেক তুষার পড়ছে। এই যে আমি তোমাকে লিখছি, এখনো চারপাশ তুষারে সাদা হয়ে আছে। এমনকি জানালার কাঁচও খোলা যাচ্ছে না। আর তোমার ছোটো বোন নিনিতা ব্যাক ইয়ার্ডে তুষার হাতে মুঠ করে নিয়ে গোল গোল করে বল বানিয়ে স্তূপ করার চেষ্টা করছে। আজকে আর লিখলাম না। আমার মনটা বিশেষ ভালো নেই। তোমার দাদাভাই আর দাদিমাকে বোলো না। আমি হয়তো সামনের মাসে দেশে আসব ইনশা আল্লাহ। তাদের জন্য সারপ্রাইজ থাক। বিদায় নিচ্ছি।
—বাবা