Description

আমাদের গরুর মাংস আর বাজারের গরুর মাংসের মধ্যে পার্থক্য

১. দেশি জাতের ষাঁড় গরুর স্বাস্থ্যকর মাংস।
২. সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়।
৩. এই গরুকে বাজারের মত মোটাতাজা বা বেশি মাংস পাওয়ার জন্য কোন রকম ক্ষতিকর এন্টিবায়োটিক বা অসাস্থ্যকর খাবার খাওয়ানো হয় না।
৪. আর ওজনের দিক থেকে ঠিক থাকবে ইনশাআল্লাহ্‌ ।
৫. চর্বি এবং হাড়ের পরিমাণ যা বলা হয়েছে (প্রতি কেজিতে আনুমানিক ২০০ গ্রাম) তার চেয়ে কম পরিমাণেই দেয়ার চেষ্টা করব। এর থেকে বেশী হলে টাকা রিফান্ড করে দেয়া হয়।
৬. গোশত হালাল হওয়ার জন্য ধর্মীয় বিধি নিষেধ মেনে গরু জবাই করা জরুরী। ইসলামী নিয়ম অনুযায়ী “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলে গরু জবাই না করলে সেটা ভক্ষণ করা হারাম বলে গণ্য হবে। কসাইখানাতে যারা জবাই করে তারা এ বিষয়ে কতটুকু সচেতন? আমাদেরকে কি তারা হালাল গোশত সরবরাহ করতে পারছে?
৭. জবাইয়ের পর গরুর গোশত আমরা পানিতে চুবাই না; তাই ওজনে নেই কোন সূক্ষ্ম বা স্থুল কারচুপি।