Description
একটা জীবন হোক যেন তা সুসজ্জিত বাগান,ফুলে ফুলে সৌরভে ম ম করতে থাকা এক বাগিচা। এ সুগন্ধি কিসের? সুন্নাহর। আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর স্পর্শ আমাদের জীবনকে করে আলোকিত,সময়গুলোকে করে জান্নাতী সুগন্ধে মাতোয়ারা। যে জীবনে সুন্নাহর সুগন্ধী যত কম,সে জীবনে মন্দাভ্যাস আর দুনিয়ার পঙ্কিলতা তত বেশি। একজন মুমিনের শানে মানায় না যে,সে পঙ্কিলতার জীবনে ডুবে যাবে। সে তো এসেছে নিজে আলোকিত হয়ে ধরণীকে আলোকিত করতে। এ কিতাবে পাবেন সে আলোর সন্ধান; দৈনন্দিন জীবনে রাসূলের উত্তম অভ্যাসের বিবরণ। পড়ুন,আমল করুন আর নিজে আলোকিত হয়ে চারপাশে আলো ছড়িয়ে দিন।