Description
বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে। শুধু বেড়েছে বললে ভুল হবে তুলনামূলক অনেক বেড়েছে। আরো বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে যিনা, ধর্ষণ, পরকীয়া।
মূল সমস্যা হলো এখন এসব সম্পর্ক কেবলমাত্র আমাদের নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়ছে সকল ধর্মের মানুষের ভিতর।
উদার মন মানসিকতার নামে বর্তমান সময়ে তরুন প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়ছে ভিন্ন ধর্মের লোকদের সাথেও।
আফরোজা, কলেজ পড়ুয়া একজন ধার্মিক মেয়ে সে। মেয়েটার সহপাঠীরা অনেকেই অমুসলিম। তাদের শুরুটা বন্ধত্ব দিয়ে। ধীরে ধীরে তাদের এই সম্পর্ক বহুদূর গড়ায়। আস্তে আস্তে যেমন সময়ের পরিবর্তনে সবকিছুর পরিবর্তন ঘটে তেমনি ভাবে তাদেরও একই অবস্থা।
অমুসলিম বন্ধুটির হাত ধরে রাস্তা ঘাটে ঘুরে বেড়ানো, পার্কে আড্ডা দেওয়া, মাঝেমধ্যে আবার হোটেলেও রাত যাপন, সাথে হয়তো ফ্রি ভাবে থাকছে সংঘবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হতে হচ্ছে প্রতারণার শিকার। আবার অনেকে হচ্ছে ভারতে পাচার।
ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েয করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দ্বীনে ফিরাতে চাই অথবা আপনি তাকে দ্বীনের পথে আনতে চান। আপনাকে তো শয়তানে সম্পূর্ণ বোকা বানিয়ে ফেলছে দেখছি।
হে বোন!
আপনার সর্বস্ব হারানোর আগেই, আপনাকে সতর্ক হতে হবে। আপনাকে সতর্ক হতেই হবে, কারন আপনি যে মুসলিম জাতীর এক অমূল্য সম্পদ, আপনি যে মুসলিম ভাইয়ের চোখের মনি, আপনি যে মুসলিম বাবার রাজকন্যা, আপনি যে মুসলিম মায়ের আদরের রাজকুমারী..।
আপনি আল্লাহর দেওয়া নেয়ামত সর্বোচ্চ সম্মান ইজ্জত, সম্ভ্রম, এভাবে কোন ননমাহারম এবং মুশরিকদের কাছে বিলিয়ে দিতে পারেন না.. আপনি আপনার রবকে ভয় করুন।
আল্লাহ তায়ালা বলেন,
হে ঈমানদারগণ,
তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন।
তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কাফিররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়েছে।
সূরাঃ মুমতাহিনা ৬০/১৩]
Reviews
There are no reviews yet.