Description

ইসলামের ইতিহাসে যে সকল মনীষী ইলমের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, ইমাম ইবনু তাইমিয়া তাদের অন্যতম। তার পুরোটা জীবন ছিল ইলমের জন্য নিবেদিত। সত্যের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। মানুষের কাছে দ্বীনের সঠিক জ্ঞান পৌঁছানোর জন্য তিনি আমরণ সংগ্রাম করে গিয়েছেন।

জগতের আর কোনো বিষয়ে তার আগ্রহ ছিল না, ইলমই ছিল তার জীবনের একমাত্র ধ্যানজ্ঞান। সত্য সন্ধানীদের জন্য ইমাম ইবনু তাইমিয়ার অনুপম জীবনে রয়েছে শিক্ষার অজস্র উপকরণ। ইসলাম সম্পর্কে যারা আগ্রহী, ইমামদের জীবনী থেকে যারা অনুপ্রাণিত হতে চায়—এই মহান সংস্কারকের জীবন তাদের আলোড়িত এবং আলোকিত করবে।