Description

ইতিহাস হলো কোনো জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার ভিত। যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতির অস্তিত্ব যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়। আমরা মুসলিম হয়েও আজ নিজ জাতির ইতিহাস সম্পর্কে কিছুই জানি না, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। আমাদের শিশু-কিশোরদের আমরা জানাচ্ছি রূপকথার গল্প। আমরা ভুলেই যাচ্ছি তারা যা জানবে তা-ই শিখবে। আজকের শিশুরাই মুসলিম উম্মাহর পরবর্তী কর্ণধার। তাদেরকে ছোট থেকেই যদি নিজ জাতির গৌরবময় ইতিহাস সম্পর্কে অবগত না করা হয় তবে আগামীতে উম্মাহর জন্য কল্যাণের কিছু আশা করা যায় না। যেহেতু পরিবারই শিশুর প্রথম বিদ্যালয় তাই শুরুটা করতে হবে পরিবার থেকে। আসুন ভবিষ্যৎ প্রজন্মকে মুসলিম উম্মাহর যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলি। নিজেদের ইতিহাস জানি এবং সন্তানদেরও জানাই। পরবর্তী প্রজন্মের জন্যই আমাদের এই প্রচেষ্টা। গল্পে-গল্পে সহজ সাবলীলভাবে আমরা আমাদের প্রজন্মের কাছে আমাদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি।