Description
ব্রিটিশদের দুই শ বছরের গোলামির জিঞ্জির থেকে মুক্তির জন্য ভারতবর্ষে যুগপৎ যে আজাদি আন্দোলন অব্যাহত ছিল, এর অন্যতম পুরোধা ছিলেন উপমহাদেশের মুসলমানরা। আঠারো শতকের গোড়ার দিকে আলেমরাই প্রথম ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন।
.
কিন্তু বেদনাদায়ক সত্য হলো, আজ ইতিহাসের পাতায়, সভা ও মঞ্চে মুসলমানদের সেই ত্যাগের কথা অনুচ্চারিতই রয়ে যায়। কেবল তাই নয়, বরং বইপত্র-সিনেমায় মুসলমানদের দেখানো হচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে।
.
‘ব্রিটিশবিরোধী আন্দোলনে মুসলমানদের অবদান’ বইটি সেই অমিয় সত্যকে ধারণ করেছে; যা দুই শ বছরে ভারতবর্ষের ইতিহাসে ঘটেছে। তুলে ধরা হয়েছে আজাদি আন্দোলনের সেসব দিক। নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং এই ভূমিতে মুসলমানদের বিস্তৃত শেকড় অনুসন্ধানের জন্য বইটির পাঠ অপরিহার্য।