Description

বর্তমানে আমরা বস্তুবাদের যুগে বাস করছি। এ সময়টিকে আধ্যাত্মিকতাবিরোধী বা দাজ্জালের আগমনের জন্য উপযুক্ত সময় বলা যায়। আধুনিক বিজ্ঞান এসেছে পাশ্চাত্যে গির্জার বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে। আধুনিক বিজ্ঞান ও দর্শনের ভিত্তি রেখেছেন অগাস্ট কোঁৎ, হেগেল, এমিল ডুর্খেইম, নীৎশে, সিগমুন্ড ফ্রয়েড, কার্ল মার্ক্স এবং চার্লস ডারউইনের মতো বস্তুবাদী চিন্তাবিদরা।

এর ফলে আধুনিক বিজ্ঞান মানবাত্মার আধ্যাত্মিক দিককে উপেক্ষা করেছে। আমরা এখন দেহ ও আত্মার মধ্যে বিচ্ছেদ দেখতে পাই। অথচ আত্মা বা হৃদয় দেহের নিয়ন্ত্রক এবং এটি মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে। এই গ্রন্থে ড. গওহার মুশতাক হৃদয়ের বুদ্ধিমত্তা ও আত্মশুদ্ধির বিষয়ে ইসলামি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করেছেন। এই আলোচনা সবার জন্য কল্যাণকর ও অনুপ্রেরণাদায়ক হবে ইনশাআল্লাহ।