Description

এই গ্রন্থে কিছু চমৎকার, হৃদয়ছোঁয়া ও মনোমুগ্ধকর আলোচনা সন্নিবেশিত হয়েছে। পাঠকের জন্য তাতে রয়েছে আত্মোন্নয়নের খোরাক। বিশেষ করে বর্তমান সময়ের হতাশাগ্রস্তদের জন্য বইটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। গুনাহের চোরাবালিতে দিশেহারা হয়ে যারা প্রতিনিয়ত নিজেকে খুঁজে ফিরছে, এই বইটি তাদের জন্য হতে পারে আলোর দিশা। ফিলিস্তিনের নাগরিক শাইখ মাহমুদ আল-হাসানাত তার জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও ভাষিক মাধুর্যের অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন এই বইয়ের প্রতিটি পাতায়।