Description
…কিন্তু দিনের সেই ম্যানুয়াল আল–কুরআন তো হারিয়ে যায়নি। কি করেই বা হারাবে? এর মুহাফিজ তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা! এর সংরক্ষণের দায়িত্ব তো তিনি নিজ হাতে নিয়েছেন। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এর প্রেরণাতেই মুসলিম উম্মাহর বারংবার উত্থান ঘটেছে। মৃতপ্রায় ইমান তরতাজা হয়েছে। …কিন্তু নফসের তাঁবেদারি আর শয়তানের অনবরত প্ররোচনায় প্ররোচিত হয়ে মুসলিম উম্মাহ হারিয়ে ফেলেছে তার আত্মপরিচয়। স্রষ্টার শাশ্বত আইন থেকে বিচ্যুত হয়ে অশান্তি, অরাজকতা আর বে–ইনসাফ অদ্য নিমজ্জমান সমাজের সার্বক্ষণিক চিত্রপট। তবে একথা দিবালোকের ন্যায় চির সুস্পষ্ট যে—সর্বকালেই এই মহাগ্রন্থ আল–কুরআনের অনুশাসন যাঁরা মেনে নিয়েছে, নিজেদের জীবন ও আত্মাকে এর স্বচ্ছ আলোয় পরিশুদ্ধ করেছে, তারাই সুখ ও শান্তিময় স্বচ্ছ জীবন পেয়েছে এবং ঐশী প্রেমের আত্ম–প্রশান্তিতে জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছে। …বক্ষমান গ্রন্থটি—সেই ‘সুখময় মুসলিম জীবন’কে ঘিরেই।
Reviews
There are no reviews yet.