Description
তুমি তোমার চোখে নিজেকে দেখে আপন সত্তাকে অবহেলা করো। এবার আসো, আমার চোখে একটু তোমাকে দেখি! মা হাওয়ার যে জন্মবৃত্তান্ত আমাদের কাছে পৌঁছেছে- যখন আল্লাহ তাআলা হজরত আদমকে সৃষ্টি করে তাকে জান্নাতের নিবাসী করলেন, তখন এত বড় জান্নাতে সঙ্গীহীন আদমের খুব একাকী লাগত। তিনি বিমর্ষ থাকতেন। তাই আল্লাহ সুবহানাহু তাআলা আদমের পাঁজর থেকে এক টুকরো অংশ নিলেন। অংশটা ছিল হৃদয়ের খুব কাছের। তারপর আদমের নিঃসঙ্গতা দূর করার জন্য সেখান থেকে হজরত হাওয়াকে সৃষ্টি করলেন। এবার আদমের মন জান্নাতে টিকে গেল। এটাই তুমি! নারী, যাকে ছাড়া জান্নাতও অপূর্ণ থাকে। তুমি জননী, যার পদতলে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। তুমি স্ত্রী, যাকে সম্মান করা ছাড়া কোনো পুরুষ সত্যিকারের পুরুষ হতে পারে না। তুমি মেয়ে, যাকে তার বাবার জন্য জাহান্নামের ঢাল বলা হয়েছে। তুমি বোন, যার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখাই একটা ইবাদত।
Reviews
There are no reviews yet.