Description
সৃষ্টির শুরু থেকে কিয়ামাত পর্যন্ত শয়তানের সাথে আমাদের শত্রুতা চিরন্তন। শুধু জিন-শয়তানই নয়, মানুষরূপী শয়তানও শত্রুতা ও ষড়যন্ত্রের জাল বুনে চলে সর্বদা মুমিনদের বিরুদ্ধে।
আমরা এমন এক যুদ্ধের মাঝে আছি—যেখানে একইসাথে আমাদের ঈমান, আমল, দ্বীন ও জমিন রক্ষা করা, দ্বীনকে বিজয়ী করা এবং দুনিয়া ও আখিরাতে চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য, সঠিক সময়ে শত্রুকে চিনতে পারার কোনো বিকল্প নেই। কারণ, শত্রু সর্বদা ঘোষণা দিয়ে শত্রুতা করে না। অনেক শত্রু থাকে বন্ধুর বেশে। খুব কাছে। যেন-বা ঘরের মাঝেই। তাই যারা এ শত্রুকে চিনতে পারে না, তারা আসলে এই যুদ্ধে পরাজিতই হয়ে যায়। ইসলামী ইতিহাসে আমরা দেখতে পাই, ঘরের শত্রুকে চিনতে ব্যর্থ হওয়ার কারণে বারবার উম্মাহকে সীমাহীন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আজও সেসব ক্ষতির ক্ষতচিহ্ন উম্মাহর শরীরে বিদ্যমান।