Description
‘দীনের মূল হলো গাইরত। যার গাইরত নেই, তার দীনও নেই। গাইরত অন্তরকে সুরক্ষিত রাখে, ফলে দেহের অঙ্গগুলোও সুরক্ষিত থাকে। আর তা অশ্লীলতা ও নোংরামি দূরে রাখে। গাইরতহীনতা অন্তরের মৃত্যু ঘটায়। ফলে দেহের অঙ্গগুলোও মৃত্যুবরণ করে। এমতাবস্থায় অঙ্গগুলোর মধ্যে আর কোনো শক্তি বাকি থাকে না। মানুষের অন্তরে গাইরত হলো দেহে রোগপ্রতিরোধকারী শক্তির মতো; যা কিনা রোগ প্রতিহত করে এবং রোগের সাথে যুদ্ধ করে। এই রোগপ্রতিরোধকারী শক্তি যখন থাকে না, তখন রোগ সুযোগ পেয়ে যায় এবং দেহে জায়গা করে নেয়। আর তখনই ধ্বংস অনিবার্য হয়ে পড়ে।’
—ইমাম ইবনুল কাইয়িম রহ.।
Reviews
There are no reviews yet.