এই সুন্দর পৃথিবীটা মানুষের। পৃথিবীর সকল সাজ-সজ্জা, রূপ-সুষমা মানুষের মনোরঞ্জেন জন্য। কিন্তু এই মনোরম পৃথিবীটাই অভিশপ্ত হয়ে ওঠে মানুষের অনাচারে, যখন মানুষ আল্লাহ প্রদত্ত জীবনাদর্শের যথাযথ অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। বিয়ে পৃথিবীর মধুরতম একটি বিষয়।
বিয়ের আসল সময় কোনটি? কেন যথাসময়ে বিয়ে করা উচিত? সামাজিক কুসংস্কার, মিথ্যে ক্যারিয়ারের আশা এবং অন্যায় আইন কীভাবে যথাসময়ে বিয়েতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে? এর প্রতিকার কী? কোরআন হাদিস ও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ ভিত্তিক এসব বিষয় নিয়েই সাজানো হয়েছে এই বই। ফলে এটি শুধু বই নয়, একটি নষ্ট নিয়মের বিরুদ্ধে আমাদের বিপ্লব।