Description

সাধারনত শিশুরা আঁকিবুকি করতে ভালোবাসে। সেই আঁকিবুকি যদি তাদের জ্ঞানের, চিন্তার জগৎকে শানিত করে, তবে কেমন হয়? নিঃসন্দেহে ভালো।

টুইংকেলের প্রথম আয়োজনে শিশুরা শিখেছিল ছবি দেখে আর এবার শিশুরা শিখবে আঁকতে আঁকতে, ইনশাআল্লাহ।