Description

শরহু আকাঈদ আন নাসাফিয়া হল ইমাম সা’দুদ্দীন তাফতাজানি (র.) রচিত একত্ববাদ ও ইসলামী আকিদার ওপর রচিত একটি বই, যেখানে তিনি আবু হাফস আন নাসাফী (র.) রচিত আকায়েদ নাসাফিয়াহ (العقائد النسفية) বইয়ের ব্যাখ্যা করেছেন, যা আকিদা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির একটি হিসাবে বিবেচিত হয়। এটি ইসলামি আকিদার মাতুরিদিধারায় রচিত একটি গ্রন্থ।গ্রন্থটির ভূমিকায় ইমাম আল–তাফতাজানি মূলগ্রন্থ আল-আকীঈদুন নাসাফিয়া বইটির গুরুত্ব এবং এতে যে গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত আছে তা উল্লেখ করেছেন । কেননা ইমাম আন নাসাফির লিখিত এ কিতাবটি তার প্রতিটি অধ্যায়ে ইসলামি আকিদার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় অন্তর্ভুক্ত করেছে।

এতে যা বয়েছে-

১. আকায়েদ সম্পর্কে মুকাদ্দামা সংযোজন।
২. গ্রন্থকার ও ব্যাখ্যাকার উভয়ের জীবনী সংযোজন।
৩. সম্পূর্ণ কিতাবটি কম্পিউটার কম্পোজকৃত।
৪. অধ্যায় ভিত্তিক অনুশীলনী সংযোজন।
৫. মূল ইবারত লাল রং-এ চি‎ন্হিত।