Description

শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন –

  • ইলমে হাদীস ও সহীহ বুখারী সম্পর্কে মুকাদ্দামা সংযোজন।
  • সর্বজনস্বীকৃত সহীহ বুখারীর টীকা “হাশিয়াতুস সিন্দী” কে অধ্যায় ও অনুচ্ছেদ অনুযায়ী উভয় খÐের শেষে সংযোজন।
  • শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি লিখিত الابـواب والـتـراجم لـصحـيـح الـبـخـاري কিতাবটি আরবীতে কিতাবের শুরুতে সংযোজন।
  • প্রতিটি কিতাব, বাব ও হাদীসের নম্বর প্রদান।
  • পুনরাবৃক্ত হাদীসসমূহ চি‎িহ্নতকরণ।
  • সূচিপত্র সংযোজন।
  • حـجـيـة الـعـمـل الـمـتـوارث নামক কিতাবটি সংযোজন।