Description

পরিচিতি

ফাতহুল মুলহিম বিশারহি সহীহিল ইমাম মুসলিম ( فتح الملهم بشرح صحيح الإمام مسلم) শাব্বির আহমদ উসমানির আরবি ভাষায় রচিত সহীহ মুসলিমের একটি ব্যাখ্যাগ্রন্থ। এটি সহীহ মুসলিমের সেরা ব্যাখ্যাগ্রন্থের অন্যতম। তিনি ১৯১৪ সাল থেকে গ্রন্থটি রচনার কাজ শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গ্রন্থটির কয়েক খণ্ডে রচনা করতে পেরেছিলেন। এবং ১৯৪৯ সালে মৃত্যুবরণ করেন। এটি হানাফি মাযহাবের আলেম দ্বারা লিখিত সহীহ মুসলিমের সর্বোচ্চ মর্যাদার ব্যাখ্যাগ্রন্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে অন্যতম বিবেচিত হয়। শাব্বির আহমদ উসমানির মৃত্যুর পর মুহাম্মদ তাকি উসমানি গ্রন্থটির বাকি অংশ সমাপ্ত করেন।

এতে যা বয়েছে-

১. উলূমুল হাদীস সংক্রান্ত প্রাথমিক আলোচনা।
২. মুকাদ্দামায়ে মুসলিম সংযোজন।
৩. বিশুদ্ধ হরকতসহ হাদীসের মূল মতন।
৪. সাবলীল অনুবাদ।
৫. জটিল ও দুর্বোধ্য শব্দাবলির বিশ্লেষণ।
৬. প্রাসঙ্গিত আলোচনা ।
৭. পয়েন্ট ভিত্তিক মতভেদ পূর্ণ মাসআলার সমাধান।
৮. প্রশ্নোত্তর হাদীসের সূক্ষ্ম ও তত্ত্বমূলক আলোচনা উপস্থাপন।
৯. বাব ও হাদীসের নম্বর সংযোজন ।
১০. রাবী পরিচিতি ও হাদীসের তথ্যসূত্র।
১১. বোর্ড প্রশ্নের আলোকে নমুনা প্রশ্ন।