Description

২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার পর যে নৃশংস, বর্বর ও অমানবিক হামলা নীরিহ বেসামরিক গাযাবাসীর করে যাচ্ছে তা সবার সামনেই। শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী সাহেব এরপর ফিলিস্তিন বিষয়ে কয়েকটি কনফারেন্স ও সেমিনারে বক্তব্য দিয়েছেন। প্রতিটি বক্তব্যে ফুটে উঠেছে হযরতের হৃদয়ের উত্তাপ ও উম্মাহর প্রতি তাঁর দরদ। উম্মাহর এই অক্ষম হালতে করণীয় বাতলেছেন। মানুষের অন্তরগুলো জাগ্রত করেছেন। ব্যাপক সচেতনতা তৈরি করেছেন।
এই সংক্ষিপ্ত বইটিতে সেই জরুরি বক্তৃতাগুলোই সংকলিত হয়েছে।