Description
ইসলামে বিয়ের অন্যতম মূল উদ্দেশ্য হলো স্বামী-স্ত্রীর মাঝে সুখী বন্ধন গড়ে তোলা—যেন দুটো প্রাণ একে অপরের মাঝে প্রশান্তি খুঁজে পায়। এজন্য সুখী দাম্পত্য বলতে কী বোঝায়, কীভাবে তা অর্জন করতে হয়, ধরে রাখতে হয়—এসবই আমাদের জানা প্রয়োজন। রসূলুল্লাহ (ﷺ)-এ সবকিছুই আমাদের বিশদভাবে শিখিয়ে গিয়েছেন। সুখী সংসারের অনেক নিয়ামক রয়েছে। সুখ কখনোই শুধু শারীরিক সম্পর্ক দিয়ে লাভ করা যায় না। হ্যাঁ, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ একান্ত মুহূর্তগুলো সুখী সম্পর্ক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তারা শারীরিক ও মানসিকভাবে কতটা স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কতটা সন্তুষ্ট—এসবও খেয়াল রাখা দরকার। উভয়ের ব্যক্তিত্বে মিল, ধর্মীয় বিষয়গুলোতে একই দৃষ্টিভঙ্গি—এসবও সম্পর্কের ওপর বেশ ভালো প্রভাব রাখে। সুখী সংসারের মজবুত ভিত গড়ার পথ ইসলাম আমাদের বাতলে দিয়েছে, শিখিয়েছে নানা মূলনীতি। এই মূলনীতিগুলো মেনে চললে দাম্পত্য জীবনে ভারসাম্য নিজে থেকেই চলে আসে। এ রকম কিছু মূলনীতি নিয়েই আমাদের ‘দাম্পত্যের ছন্দপতন’। এই গ্রন্থের লেখকদ্বয় দেখানোর চেষ্টা করেছেন কীভাবে সুখী দাম্পত্য জীবনের শক্ত ভিত গড়ে তোলা যায়—কোথা থেকে আসে নানা সমস্যার ঝড়-ঝাপটা, সেসবের মাঝে কীভাবে টিকে থাকতে হয়, এগিয়ে যেতে হয়। এছাড়া বইয়ের দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে পাত্র-পাত্রী নির্বাচন থেকে শুরু করে স্বামী-স্ত্রীর অধিকারগুলো কী কী ইত্যাদি বিষয়াদি।
Reviews
There are no reviews yet.