আব্দুল্লাহ ইয়াছিন শরীফী

আব্দুল্লাহ ইয়াছিন শরীফী

আব্দুল্লাহ ইয়াছিন শরীফী। বাবা মাওলানা শরাফতুল্লাহ ও মা শাসমসুন্নাহার নাসরিনের বড়ো সন্তান। ২০০২ সালে বন্দরনগরী চট্টগ্রামের কক্সবাজার জেলার এক সম্ভ্রান্ত ও ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ ইসলাম প্রচারের জন্য সুদূর আরব থেকে বাংলায় আগমন করেছিলেন।

তাঁর বাবা, দাদা, দাদার বাবা-এভাবে উর্ধ্বতন চার পুরুষ সবাই আলেম। তাঁরও জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য একজন মুত্তাকি আলিম হওয়া এবং দ্বীনের একজন একনিষ্ঠ দাঈ ও মুজাহিদ হওয়া।

তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যানিকেতন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) সমাপ্ত করেন। বর্তমান সীতাকুণ্ড কামিল মাদরাসায় ফাজিল (অনার্স) ২য় বর্ষে অধ্যয়নরত। পাশাপাশি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে অনার্স করছেন।

ফেসবুকের জনপ্রিয় ইসলামি গ্রুপ ‘মিম্বার’-এ তার লেখালিখির হাতেখড়ি। এখানে তিনি তাবেয়ীদের জীবনী নিয়ে ৪০ পর্বে লিখেছেন “তাবেয়ী সিরিজ”। যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়। তবে তার প্রথম মৌলিক ও মলাটবদ্ধ বই “১০০ নারী তাবেয়ী” বের হয় ২০২৩ সালে ইসলামী বইমেলায়। যা স্বনামধন্য ও অভিজাত ইসলামি প্রকাশনী ইলহাম থেকে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় নারী তাবেয়ীদের জীবনী নিয়ে এটাই প্রথম মৌলিক কাজ বলে মনে করেন বোদ্ধামহল। তিনি অনেকগুলো বইয়ে কাজ করেন। কিছু মৌলিক ও কিছু অনুবাদ, কিছু সম্পাদনা।

Books By আব্দুল্লাহ ইয়াছিন শরীফী