Description

খুশিমনে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে। ১০ টাকার চিউয়িং জিঞ্জার চিবুতে চিবুতে। সেই সময়ে হানা দিলো কালবোশেখি ঝড়! উত্তাল পদ্মার ঢেউ, বৃষ্টির ছটফটানি আর আমসি হয়ে আসা মুখে রয়ে যাওয়া শুকনো আদা’র রেশ — “কিংভিক্টাস” কাপড়ে মাখলে ঠিক এই অনুভূতি হবে, কনফার্ম!