Description
তখন আপনার বয়স বড়জোর ১৩ হবে । সন্ধ্যাবেলা, বড়ভাই আর নিজের সম্মিলিত রুমের বিছানায় জোড়াসিন হয়ে বসে চা এ আয়েশের চুমুক দিচ্ছেন। ছোট বাচ্চা তো ( -_- কিয়ের ছোট বাবু! তেএএরো বছরের বুড়ো আমি! ) , তাই বাসার সবার মতন প্রতিদিন চা মিলে না, আম্মু দুইতিনদিন পর পর দিয়ে বলে কি ” এই আমি বলে দিচ্ছি, চা খাওয়ার অভ্যাস যেনো না গড়ে উঠে ” । আম্মুটা কত্ত সহজসরল 🙂 জুম্মার সকালে আব্বুর সাথে বাজারে গেলে ঠিকঠিক আবদার করে বাজারের সামনের হোটেলটায় বসে সারা সপ্তাহের চা একেবারে উসুল করি 😀
.
চিন্তায় বাধা পরলো আব্বুর ডাকে। ড্রইংরুমে যেয়ে দেখেন, সোফায় অপরিচিত কে যেনো বসে আছে, গল্প করছে আপনার বাবার সাথে বহুদিনের পরিচিতের মতন করে । “রায়হান, তোমার আবরার চাচ্চুকে সালাম দাও। দেখোনা কতদিন পর সৌদি থেকে ফিরে আসলেন দেশে” একথা আব্বু বলার আগেই অবশ্য আপনার আব্বুর চাচার খালুর বোনের নাতনীর জামাই-কে আপনি সালাম দিয়েছিলেন -_- ‘ আরেহ রাহান বাবুটা কত্ত বড় হয়ে গেছে! নাও বাবু নাও, এটা ভেতরে নিয়ে যাও ‘ — আপনার চুলগুলাকে আউলাঝাউলা করে দিয়ে সেই আবরার চাচ্চু একখানা সাদা কিন্তু অস্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ ধরায়ে দিলো হাতে !
.
” আম্মা, আংকেলের জন্য যা ই নাস্তা বানাও না কেন, অইটার অর্ধেক কিন্তু আমার 😀 ” রান্নাঘরে আম্মুকে এই কথা বলে একটা ভেংচি কেটে আবার নিজ রুমে চলে আসা। ব্যাগে কী থাকতে পারে? খেলনা-টেলনা? নাকি অনেকগুলা চক্কেত? ……. ছোট্ট মানুষের আশাগুলো এমন করে কেউ চুপসে দিতে পারে? 🙁 ব্যাগ থেকে কি না বের হলো বড়সড় শ্যাম্পু, একটা কন্ডিশনার, পাওডার দুইবোতল, আর চ্যাপ্টা গোলাকার নীল কালারডিব্বার নিভিয়া কিরিম -_-
.
এভাবেই নিভিয়া ক্রিম ছোটবেলা থেকেই আমাদের স্বপ্নভংগের একখানা অংশিদার হয়ে আসছে :/ দূর আত্মীয় হলে নীল কৌটা, আর খুব কাছের কেউ হলে বৈদেশ থেকে ফেরার সময় সাদারঙ এর বড় ডিব্বাটাই উপহার নিয়ে আসতো
Reviews
There are no reviews yet.