Description
বই পড়ার অভ্যাস অনেকের থাকলেও বই নিয়ে লেখার বা নোট করার অভ্যাস খুব কম মানুষেরই আছে। অনেকে বইতে হাইলাইটার দিয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো মার্ক করে রাখেন, স্টিকি নোটে চিন্তা-ভাবনা নোট করেন। এটাও বইতে পরবর্তীতে চোখ বুলিয়ে নিতে সাহায্য করে৷তবে বইয়ের শিক্ষাসমূহকে জীবনঘনিষ্ঠ করে তুলতে সর্বোত্তম উপায় হতে পারে বুক জার্নাল তৈরি করার অভ্যাস। প্রত্যেকটা টপিকের জন্য আলাদা জার্নাল মেন্টেইন করলে প্রয়োজনের সময় নিজের নোটই নিজের জন্য রত্নভান্ডার হতে পারে।