Description
টেবিল ভরা নাস্তা । সুন্দর করে কাটা আপেল , যত্ন নিয়ে খোসা ছাড়ানো কমলা, লাল টুকটুকে বেদানার দানা , চিল চিল করে ফালি করা নাশপাতি , আরো কত কি ! শুধু কি ফল? সমুদ্রের সিনারীযুক্ত ঢাউসাকৃতি ট্রে-টায় কয়েক রকমের শরবত আর পানীয়, বেশ কিছু ভাজাপোড়া , বড়সড় ভ্যানিলা কেক, কয়েক জাতের পিঠাও দেখা যাচ্ছে আশেপাশে । আপনি অবশ্য নিষ্পলক চেয়ে দেখছেন লেবু শরবতের গ্লাসের বাইরে লেগে থাকা ঠান্ডাজলকণাগুলো’র আলো লেগে চিকচিক করে ওঠা-টা ! আনমনে কি ভাবছেন ভাইয়া? অবশ্য পাত্রী পছন্দ করতে এসে আর কি ই বা ভাবার আছে
.
স্ত্রি করা পাঞ্জাবি , দাড়িতে বিয়ার্ড অয়েল আর অইযে অমুক এলকোহল-মুক্ত ম্যানলি সুঘ্রাণ-টা মেখে এসেছেন জায়গাটাতে । কথাবার্তা আগায়েছে বেশ কিছুদূর, দ্বিনদারীতার ব্যাপারে কোনো খামতি নেই আলহামদুলিল্লাহ সব খারাপ থেকে সমঝে চলা আপনার জন্যেও কি সেরকম কেউ-ই অপেক্ষা করছে ? … ” বাবা, কিছু ত খাও অন্তত ” , বললেন পাত্রীর আব্বুনি । শরবতের দিকে তাকায়ে থাকতে দেখেই কি? ছি ছি কি লজ্জা
চটজলদি সেই গ্লাসটাই তুলে নিলেন হাতে , তিন চুমুকে খালি করতে করতে খেয়াল করলেন, স্বাদটা খুব অন্যরকম, যেনো লেবুর ছিলকাটুকুও কেউ কুচিকুচি করে মিশিয়ে দিয়েছে , খেতে বেশ টেস’ ই হয়েছে !
.
এবার কথা বলার পালা । প্রথমবার দেখার পালা-ও বটে ! মাহরামের উপস্থিতিতে এলেন উনি… আপনার তরফ থেকে বলা ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ এর জবাবটুকু এলো সেদিন থেকে, এরপর অখন্ড নিরবতা । কারো মুখে কোনো কথা নেই , মেঝের দিকে তাকিয়ে [ আসলে লজ্জায় মুখ লুকিয়ে ] দুইজন ই কি যেনো চিন্তা করছে ! বিরক্তিমাখা কয়েক মিনিট পার হবার পর যখন ভাবলেন ‘কেমন আছেন’ টাইপ প্রশ্ন জিজ্ঞাসিবেন , হঠাৎ সেদিক থেকে উড়ে এলো প্রশ্ন, আর তব্দা খেয়ে গেলেন আপনি ! মিহি কণ্ঠের জিজ্ঞাসাটা ছিলো, ” আপনি কি #ডানহিল_রেড মেখে এসেছেন আজ ? আব্বুর খুব পছন্দের ঘ্রাণ এটা । আমারো বেশ…পছন্দ ” !
এতকাল কতো কিছুই ভাবলেন , কিন্তু এমন কৌশলে কেউ আপনার ব্যাপারে নিজের মতামত-টা জানাবে, ধারণার বাইরে ছিলো ব্যাপারটা !!!
Reviews
There are no reviews yet.