Description
দু’সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ইউশার গ্রাম। শহর থেকে তাই ইউশা ছুটে গিয়েছে গ্রামে। বন্যার পানিতে
ভেসে গিয়েছে গ্রামবাসীর ঘর-বাড়ি, স্কুল, সাকোসহ আরও অনেক কিছুই। চোখের সামনে মানুষের কষ্ট দেখে
মনটাই কেমন যেন হয়ে গেল ইউশার। কিন্তু এত মানুষকে সাহায্য করা একার পক্ষে সম্ভব নয়। কিছু করার না
পেয়ে তাই মন খারাপ করেই শহরে ফিরল ইউশা। হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলার শেখা একটা হাদীস:
“যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, তার জন্য আমলকারীর সমান সাওয়াব রয়েছে”
সাথে সাথে ইউশা খবর দেয় বন্ধুদের। সব খুলে বলল তাদের। সবাই মিলে অর্থ সংগ্রহ করা শুরু করল। বেশ কিছু
টাকা জমে যাওয়ার পর কিছু টাকা দিয়ে কিনল বন্যার্তদের জন্য খাবার। আর কিছু টাকা নিয়ে রওনা হলো
গ্রামের দিকে। সবাই মিলে মেরামত করল বেশ কিছু বাড়ি, বাথরুম আর সাকো। ভাগ্যিস, ছোটবেলায় ইউশা
হাদীসটা মুখস্থ করেছিল।
বন্ধুরা, ইউশার মতো তোমরাও হাদীসগুলো মুখস্থ