Description
বই থেকে কিছু কথা .
আমরা কেবল সামান্য কিছু ইবাদত-বন্দেগীকেই ইসলাম মনে করে বসেছি। আমরা মনে করি ইসলাম হল নামাজ রোজার নাম। কেউ নামাজ পড়ল, রোজা রাখল, হজ করল আর সে মুসলমান হয়ে গেল। আমাদের কাছে ইসলামের যেন আর কোন চাওয়া নেই। *ফলে দেখা যায়, আমরা যখন বাজারে যাই তখন সেখানে চালাকি, ধোকাবাজি ও “মিথ্যার সয়লাব হয়ে যায়। *হালাল-হারামের প্রতি আমাদের কোন দৃষ্টি নেই। ‘আমরা আমাদের কথাবার্তার প্রতি বিন্দুমাত্রও সতর্ক নই। চোখ বন্ধ করে মিথ্যা কথা বলছি। *আমানতের খেয়ানত করছি, ওয়াদা ভঙ্গ করছি, অন্যের দোষ চর্চা তথা গীবত করছি। তারপরও ভাবছি আমরা পাক্কা মুসলমান। কারণ, আমরা কেবল নামাজ-রোজাকেই ইসলাম মনে করে বসে আছি। আমাদের এই ধারণা ভুল ও খুবই বিপদজনক।