Description
মুসলিম হিসেবে আমাদের নিকট ইসলামের প্রথম দাবিটিই হলো বিশ্বাস। এক মহাপরাক্রমশালী সত্তার নিরঙ্কুশ ক্ষমতার অধীনে চলছে এ বিশ্বজগৎ। তিনি দৃশ্যমান নন, কিন্তু একজন বিশ্বাসী গোটা সৃষ্টিকুলের মাঝে অনুভব করেন তাঁর প্রবল অস্তিত্ব। এই বিশাল সৃষ্টিরাজির মহাবিস্ময় দেখে বিশ্বাসী মন অজান্তেই বলে ওঠে—নিশ্চয় কেউ একজন আছেন, যিনি দৃশ্যকল্পের অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করছেন সবকিছু। তাঁর সুবিশাল সাম্রাজ্য পরিচালনার দায়িত্বে রত আছেন অগণন ফেরেশতা। তাঁদের সুনির্দিষ্ট সংখ্যা আমাদের কল্পনাতীত। যুগে যুগে পথভোলা মানুষকে সঠিক পথের দিশা দিতে আল্লাহ তায়ালা পাঠিয়েছেন নবি-রাসূল। তাঁদের অনেকের ওপর নাজিল হয়েছে আসমানি কিতাব। এই বার্তাবাহকগণ আমাদের জানিয়েছেন পারলৌকিক জীবনের কথা। সতর্ক করেছেন জাহান্নাম থেকে, সুসংবাদ দিয়েছেন জান্নাতের।এগুলোর কোনোটিই আমরা চর্মচক্ষুতে অবলোকন করিনি, পরখ করিনি যুক্তির কষ্টিপাথরে। এই মহাসত্যের চত্বরে প্রবেশের একমাত্র দহলিজ হলো বিশ্বাস। বিশ্বাসের সেই ডানায় ভর করেই শুরু হোক এবারের পরিভ্রমণ।