Description
তিনি বলেন, আমি গাধার পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে আরোহী হয়ে চলতে ছিলাম। তখন তিনি আমাকে বললেন, হে মুআয! তুমি কী জানো যে, বান্দাদের উপর আল্লাহর কী হক আর আল্লাহর উপর বান্দাদের কী হক আছে? আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, বান্দাদের ওপর আল্লাহর হক হলো, তারা ইবাদত করবে এবং তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দাদের হক হলো, যে বান্দা তাঁর সাথে কোনো কিছুকে শরীক করে না, তিনি তাকে শাস্তি দেন না। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি কী লোকদেরকে এ সুসংবাদ জানিয়ে দিব না? তিনি বললেন, তুমি তাদেরকে এ সুসংবাদ দিও না। এ অবস্থায় তারা এতেই ভরসা করে বসে থাকবে।
Reviews
There are no reviews yet.