Description

উরোপে সহনশীলতার উদ্ভব হয়েছে তথাকার ধর্মযুদ্ধের প্রেক্ষাপটে, যেখানে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে হাজার হাজার খ্রিষ্টান নিহত হয়েছে। তাই ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্নকরণ অর্থে সহনশীলতা বা সহজ কথায় সেক্যুলারিজম ছিল খ্রিষ্টবাদ থেকে সৃষ্ট সমস্যার সমাধান।
সুতরাং লিবারেল সহনশীলতা একটি পশ্চিমা পণ্য যা পশ্চিমা সভ্যতা, বোধ ও পরিস্থিতির নির্দেশক। ফারাজ বু উশার ভাষায় ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপজুড়ে চলমান ধর্মীয় গোঁড়ামি ও রক্তক্ষয়ী সংঘাত রোধে টলারেন্স ছিল তাৎক্ষণিক জরুরি প্রয়োজন।