Description

জুলাইয়ের রাজপথ সাক্ষ্য দেয় কবিতার। যে রাজপথ জেগে উঠেছিল নজরুল-হেলাল
হাফিজের কাব্যে; এ রাজপথ সাক্ষ্য দেয় কবিতার অগ্নিস্ফুলিঙ্গের। শব্দের হুঙ্কার
আর আগ্নিময় বাক্যের।

‘বল বীর চির উন্নত মমশীর’, ‘আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব’, ‘এখন যৌবন যার যুদ্ধে
যাবার তার শ্রেষ্ঠ সময়’—বাক্যগুলো যখন শব্দবোমা হয়ে বারুদের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল,
রচিত হয়েছিল আরেক ফাগুন। দ্বিগুণ নয়, শতগুণ হয়েছিলাম আমরা।