Description

নবীজীবন। আদমসন্তানের একমাত্র ঐশী পাঠশালা। মুক্তির দিশা, সফলতার চূড়ায় আরোহণের পথ, ঘোর অমানিশায় আলোর পদচিহ্ন- যথাসময়ে সবই দেখায় সিরাতে নববী। বিংশ শতাব্দীর তৃতীয় দশক উম্মাহর দুঃখজনক অধ্যায়গুলোর একটি। চারদিকে শোনা যাচ্ছিল পতনঘণ্টা। একজন সাইয়েদ এসময় সিরাতের অনুপম বাণী নিয়ে দাঁড়িয়ে গেলেন মাদরাজের লালি হলে। তৈরি হলো বিশ্বখ্যাত সিরাতসাহিত্য। ‘নবী পরশমণি’ তার বাঙলারূপ!