Description
আগুন যেমনিভাবে চুলার ভেতর উত্তাপ ছড়ায়, তেমনিভাবে রুটিতেও ছাড়ায় উষ্ণতা। কিন্তু গরম রুটি মুখে তোলা গেলেও স্পর্শ করা যায় না চুলার আগুন। সুতরাং নিজের মাঝে ঠিক ততখানি আগুন রাখো, যতখানি আগুন রয়েছে রুটির মাঝে। অর্থাৎ কারো প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেও রাগ প্রকাশ করা যাবে না। বাচনভঙ্গিতে মৃদু তিরস্কার থাকবে ঠিক তবে চিৎকার-চেঁচামেচি করে পরিবেশ ঘোলাটে করা যাবে না।