Description
জাপানের এক অজ্ঞাত শহর। সেই শহরের এক বিশিষ্ট চিকিৎসক পরিবারে আজ উৎসবের চেহারা। তিন পুরুষের ঐ চিকিৎসক পরিবারের তিন জনের আজ একই সাথে জন্মদিন। খাওয়াদাওয়ার গন্ধে আর আমোদ ফুর্তির উচ্ছাসে মাতোয়ারা গোটা পাড়া।কী যে হলো কে জানে, এই আনন্দের দিনে বাড়িটির উপর নেমে এল এল এক অভিশাপ। বাড়িশুদ্ধু সকলে একই সাথে কাতরাতে কাতরাতে মারা গেল হঠাৎ করে। বেঁচে গেল ঐ পরিবারের এক অন্ধ কিশোরী আর এক সহৃদয় পরিচারিকা।ডিটেকটিভরা কোনো হদিস না পেয়ে দিশেহারা যখন, তখন একজন সব দোষ স্বীকার করে নিলো। কিন্তু কী তার মোটিভ? জানার আগেই সে ও আত্নহত্যা করে বসে।এমনই এক অদ্ভুত গণহত্যার জঘন্য ঘটনাকে কেন্দ্র করে রচিত রিকু ওন্ডার “দ্য আওসাওয়া মার্ডারস”।