স্রষ্টার সাথে সৃষ্টির, অতীতের সাথে বর্তমানের ও জীবনের সাথে মৃত্যুর সংযোগ গড়ে তোলা বিশ্বাসী মানুষের হৃদয়ের দাবি। এ দাবি পূরণের শতেক পথের একটি হলো বই। সেই প্যাপিরাসের যুগ থেকে আজ ইবুকের যুগ পর্যন্ত, হাজার বছরের পরিক্রমায়—আল্লাহর কালাম, রসূলের বাণী, শরীয়াতের বিধান, মানুষের চিন্তা, ইতিহাসের দলিল ইত্যাদির লিখিত রূপ আমাদের জীবনের প্রয়োজন। মননশীল মনের খোরাক।
. প্রাচীনকাল থেকে আধুনিক সময়ের নিরন্তর পরিবর্তনশীল ইতিহাস ও সমাজের যোগসূত্র গেঁথে দিতে, দ্বীন-ধর্মের জ্ঞান, সমাজ-সংসারের গল্প, নির্জলা ইতিহাস কিংবা উপাখ্যান-উপন্যাস, তাসাউফ তত্ত্ব থেকে বুদ্ধিবৃত্তিক চর্চা, হার্দিক শিল্পের কথকতা, লাইফস্টাইল অথবা মোটিভেশন—হাজারো বিষয় নিয়ে সংবেদনশীল পাঠকের সাথে অক্ষর-শব্দ-বাক্যের বাঁধনে জড়িয়ে, বই নামের এক অলৌকিক জগতে ডুব দিয়ে আলোকিত হতে, বিশ্বাস ও শুদ্ধতার আয়নায় দাঁড়িয়ে—পরিশীলিত ও শিল্পিত রূপে পাণ্ডুলিপির রূপায়ণ কল্পেই ‘পেনফিল্ড পাবলিকেশন’-এর পথচলা। এ পথের সহযাত্রী হিসেবে আপনাকে স্বাগত, প্রিয় পাঠক!
. পেনফিল্ড পাবলিকেশন – বিশুদ্ধ জ্ঞানের বিচরণক্ষেত্র