Description

নিজের চিন্তাভাবনার প্রতিলিপি তৈরি করতে আপনি ব্যবহার করতে পারেন “আমার আমি”। একান্তই আপনার চিন্তাভাবনা, একান্তই আপনার অনুভূতি, একান্তই আপনি। চলুন আমরা ফিরে যাই ডায়েরি লেখার সময়ে। অবসরে ফেসবুক স্ক্রল করে শতজনের অনুভূতি পড়ার চেয়ে চলুন নিজের অস্পষ্ট অনুভূতিগুলোকে খুঁজে খুঁজে জমিয়ে রাখি। নিজেকে জানি।