Description
আল কুরআনের দারস’ এক জীবন্ত আন্দোলন। এটা নিছক কোনো আয়োজন নয়, ফ্যান্টাসিও নয়। শাইখ বারংবার তার দারসে একথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেন আমরা স্রেফ সুখপাঠ্যে বিভোর না হয়ে যাই, যেন হারিয়ে না যাই এক কল্পিত জগতে। এই দারসের মাকসাদই ছিল জাগরণ। শাইখ তার দারসে বারবার সেই জাগরণের আযান দিয়েছেন। এই দারসের পরতেপরতে আমরা তা খুঁজে পাব ইনশাআল্লাহ। সাধারণ তাফসির এবং আল কুরআনের দারসের পার্থক্য এখানেই যে, এই দারস পরিবর্তনের আযান দেয়। বক্ষ্যমাণ গ্রন্থ আমাদের তা-ই দেখাবে…