Description
জ্ঞান হচ্ছে নিজের অজ্ঞতাকে আবিষ্কার করা। যখন থেকে কেউ বুঝতে শুরু করে অনেক কিছুই সে জানে না, তখন থেকেই জ্ঞানের পথে হাঁটা শুরু হয় তার। জ্ঞান গন্তব্যহীন একটি পথ। কোনো পথিকই এর শেষ ছুঁতে পারে না। জ্ঞানার্জনের আকাঙ্ক্ষা এক পীড়াদায়ক তৃষ্ণা। এ তৃষ্ণা মানুষকে অতৃপ্ত করে রাখে।
জ্ঞানীরা কেবল সত্যকে আবিষ্কার করতে পারেন, সত্যের রূপ বদলে দেওয়া তাদের কাজ নয়, সেই সক্ষমতাও তাদের নেই।
অজ্ঞতা মানুষকে অতিমাত্রায় রক্ষণশীল ও ভীতু করে রাখে।অজ্ঞতা অন্ধকার ডেকে আনা চাদর দিয়ে মর্যাদাহীনতার গ্লানিকে আড়াল করে রেখে এক মিথ্যা সুখের তৃপ্তি দান করে, যা আসলে সত্য নয়।‘জ্ঞানই শক্তি’ কথাটি আমরা সবাই বলে থাকি। জ্ঞান যদি শক্তি হয় তবে সে জ্ঞানের কি কোনো পরম সত্য রূপ আছে? যদি থেকে থাকে তবে তা কী? যেসব উপায় অবলম্বন করলে আমরা প্রকৃত জ্ঞানে জ্ঞানী হতে পারবো সেসব বিষয় নিয়েই রচিত হয়েছে ” আলোকিত মন আলোকিত মানুষ ” গ্রন্থটি।
Reviews
There are no reviews yet.