Description
কুরআন প্রাপ্তির মাত্র দুই শতাব্দীর মধ্যেই মুসলিমরা সমগ্রবিশ্বে জ্ঞান গবেষণা ও সভ্যতা বিনির্মাণের নেতৃত্ব অর্জন করেছিল। মদীনা, দামেশক, বাগদাদ, আন্দালুসিয়া, কায়রো, জেরুজালেম, সমরখন্দ, সিসিলি, প্রভৃতি স্থানকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ইসলামের আদর্শিক চেতনা ছড়িয়ে যায়। একই সাথে দর্শন ও আধুনিক বিজ্ঞানের উন্মেষ ও বিকাশ সাধনের মাধ্যমে মানবসভ্যতার বৈশ্বিক সমৃদ্ধির দিগন্ত উম্মোচন করে মুসলিমরা। পাশাপাশি তারা গ্রিক, পারস্য ও চৈনিক সভ্যতার জ্ঞান, প্রযুক্তিকেও আত্মস্থ করে। ইউরোপে রেনেসাঁর ঐতিহাসিক ভিত গড়ে দেয়। মূর্খ ও বর্বর তাতাররাও মুসলিম সংস্পর্শে এসে শিক্ষাদীক্ষায় এগিয়ে আসে।এই আলোকিত যুগে পশ্চিমারা ছিল চরমভাবে পশ্চাৎপদ। অথচ তাদের নিজেদের দুর্বল অতীতকে ঘিরে তারা মধ্যযুগকে নিয়ে ঐতিহাসিক মিথ্যাচারে লিপ্ত।আজ ইতিহাসের এক ক্রান্তি অতিক্রম করছে মুসলিম উম্মাহ। মিথ্যার ব্যাপক প্রচারণায় সত্য আড়াল প্রায়। তরুণ প্রজন্মের একাংশ বিভ্রান্তি ও হীনমন্যতার শিকার। ক্রান্তি উত্তরণে কলম সৈনিক জিয়াউল হক নতুন প্রজন্মকে ইতিহাস থেকে তাদের সমৃদ্ধ আত্মপরিচয়ের সন্ধান দিতে চেয়েছেন এ বইতে।
Reviews
There are no reviews yet.