Description
সুন্নাহর অনুসরণ ও অনুকরণ করা আমাদের জন্য খুবই জরুরি। কারণ,রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে আল্লাহ তায়ালার প্রিয় বান্দা/বান্দি হওয়া যায়। কুরআন মাজিদে উল্লেখ আছে— اِنۡ کُنۡتُمۡ تُحِبُّوۡنَ اللّٰهَ فَاتَّبِعُوۡنِیۡ یُحۡبِبۡکُمُ اللّٰهُ وَ یَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ وَاللّٰهُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ‘যদি তোমরা আল্লাহকে ভালোবাস,তাহলে আমার অনুসরণ করো,আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল,পরম দয়ালু।’ (সুরা আল-ইমরান : ৩১) এই ক্ষণস্থায়ী দুনিয়ায় একটা সুন্দর লাইফস্টাইল গঠন করতে একজনকেই অনুসরণ করা যথেষ্ট। আর তিনি হলেন আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
Reviews
There are no reviews yet.