Description
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে কিংবদন্তিতুল্য আখ্যান হয়ে বেঁচে থাকবে অনাগত দিনে। প্রায় দুই হাজার শহিদ এবং ৩০ হাজার আহত গাজি ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে টানা দেড় দশকের শাসনামলে দেশ জুড়ে জুলুম-নির্যাতন, দুর্নীতি-স্বেচ্ছাচার, ত্রাস ও গ্রাসের রাজত্ব কায়েম করা নিষ্ঠুর জালেম গোষ্ঠীর দৃষ্টান্তমূলক পতন ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট।জুলাই মাসে শুরু হওয়া ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন ৫ আগস্ট সমাপ্ত হওয়ায় সে দিনটিকে ঘোষণা করা হয় ‘৩৬ জুলাই’। স্বাধীন দেশে পরাধীনতার জাতাকলে নিষ্পেষিত জনগণ সেদিন দ্বিতীয়বার ফিরে পায় স্বাধীনতার স্বাদ। সমগ্র দেশের মানুষ সেদিন একযোগে রাজপথে নেমে আসে এবং উদযাপন করে কেয়ামত পেরিয়ে পাওয়া বিজয়ের নেয়ামত।সেদিনটি ছিল মুহাররম মাসের ২৯ তারিখ, যে মাসে পতন হয়েছিল অতীতের এক জালেম ফেরআউনের। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও। জুলাই-আগস্ট বিপ্লবে আলেম সমাজের অংশগ্রহণ এবং বিপ্লবি ভূমিকা নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
Reviews
There are no reviews yet.