Description
নামেই জানান দিচ্ছে এটা ঘাস, লতাপাতা, ফুল, কোমল প্রেম কিংবা রোমাঞ্চকর গল্পের আখ্যান নয়। এটা ২০২৪ গণঅভ্যুত্থানের দিনলিপি যা ছন্দ ও শব্দ ঝংকারে বাক্সময়। প্রতিটি কবিতায় জুলাই বিপ্লবের চিত্র, বারুদের গন্ধ, বন্দুকের ঠাস ঠাস শব্দ, রক্তের লাল রঙে আঁকা রাজপথ উঠে এসেছে। আন্দোলন যেমন ব্যাকরণ মেনে হয়নি তেমনি কবিতাগুলোও অনেক ব্যাকরণকে তোয়াক্কা করেনি। দেওয়ালে দেওয়ালে ফুটে থাকা অসংখ্য চিকামারা ও দেওয়াল লিখনের মতো এ কবিতাগুলো অভ্যুত্থানের স্মৃতিকে জিইয়ে রাখতে সহায়তা করবে এই আশাবাদ।
এ সংকলনের একটি আকর্ষণের দিক হলো এখানে নেই কোনো প্রতিষ্ঠিত ও খ্যাত যশওয়ালা কবি। মাঠের কর্মী ও কবিরাই শব্দে ধারণ করার চেষ্টা করেছেন জুলাই বিপ্লবের ইলহাম।
বিপ্লবী কবিকুলকে আহ্বান করে উত্তাল দিনগুলোতে লেখা।
‘কবি, রাজপথে কবিতা আঁকো’ শিরোনামে লেখা একটি কবিতার কিছু পঙ্ক্তি দিয়ে আলাপ শেষ করি:
আজ রাজপথ খালি; জরুরি অবস্থা আর কারফিউতে সব ভীতু কবিদল, পদ্যকার, ছড়াকার ঘরে ঘুমুচ্ছে ঘোরে-বেঘোরে।
কবিতা লিখতে না পারো, ঘরে বসে থেকো না, বের হয়ে যাও পথে-গলিতে, ফুটপাতে অথবা রাজপথে।
পুরো রাজপথ যে তার শূন্য খাতা খুলে বসে আছে— আমার অপেক্ষায়, তোমার অপেক্ষায়। কখন তার পৃষ্ঠায় আমার পা দিয়ে এঁকে দিবো, তোমাদের পা দিয়ে এঁকে দিবে আমার সেই অমর কবিতাটি, তোমাদের সেই অমর কবিতাটি।
এখন আমি ফুটপাত ছেড়ে রাজপথের খোলা পৃষ্ঠায় কবিতা আঁকছি, একটি হাত দিয়ে নয়, দুপায়ে— ছন্দের তালে তালে—
Reviews
There are no reviews yet.