Description

এটি ফিকহী তারতীবে সংকলিত হাদীসের অতুলনীয় এক সংকলন। এ গ্রন্থে ১১৮৫টি হাদীস রয়েছে। এর মধ্যে ১০০৫টি বিভিন্ন মুহাদ্দিস থেকে বর্ণিত। তন্মধ্যে ১৩টি ইমাম আবূ হানীফা (র.) ও ৪টি কাজী আবূ ইউসূফ (র.) এবং বাকিগুলো অন্যান্যদের থেকে বর্ণিত। তবে অধিকাংশ হাদীস ইমাম মালেক (র.) থেকে বর্ণিত তিনি বাব উল্লেখের পর ইরাকী ফকীহদের পক্ষে কিংবা বিপক্ষে মতামত এবং তাদের স্বপক্ষে কিংবা বিপক্ষে হাদীস উল্লেখ করেছেন, যা এ কিতাবের অন্যতম বৈশিষ্ট্য।