Description
ইসলামের একমাত্র উদ্দেশ্য ছিল গোটা দুনিয়াকে এক কাতারে নিয়ে আসা। আল্লাহ তায়ালার রাজত্বে রাজা-প্রজা, আমির-ফকির, উঁচু-নিচু, জ্ঞানী-মূর্খ আর নারী-পুরুষ যেহেতু সমান, এজন্য রাসুলগণ তাদের শিক্ষা ও ঐশী নীতিমালার আলোকে গোটা দুনিয়াকে সাম্যের বাণী শুনিয়েছেন। এর মাধ্যমে পরিবর্তন হয়েছিল ধর্ম, সভ্যতা, সংস্কৃতি ও রাজনীতির গোটা দৃশ্যপট। এ সবে প্রাণ সঞ্চারিত হয়েছিল নব উদ্যমে। মিসর, ব্যবিলন, গ্রিক বা আর্য সভ্যতাগুলোতে যতটুকুই উৎকর্ষ সাধন হয়েছে, তার পুরোটাই ছিল সমাজের পুরুষশ্রেণির কল্যাণে। সেখানে নারীদের সবিশেষ কোনো অংশগ্রহণ ছিল না। কিন্তু ইসলাম নারী-পুরুষ উভয়কেই সমানভাবে মূল্যায়ন করে। ফলে পুরুষ সাহাবিদের পাশাপাশি নারী সাহাবিদের অবদান ইসলামি সভ্যতার উৎকর্ষে এক নতুন মাত্রা যোগ করে। উম্মাহর শ্রেষ্ঠ সেই মহীয়সীদের জীবনাদর্শ নিয়ে রচিত হয়েছে—নারী সাহাবিদের জীবনাদর্শ।
Reviews
There are no reviews yet.