Description
মুখবন্ধ
পনেরো বছরের বেশি সময় জাতির দুঃস্বপ্নের কালো অধ্যায়। একে একে মানুষ হারিয়েছে অধিকার―বাক্ ব্যক্তি ও সামাজিক অধিকার।
গণতন্ত্রের বদলে চেপে বসে স্বৈরাচার। মত প্রকাশের ছিল না স্বাধীনতা। কেড়ে নেয়া হয়েছিল কর্মের স্বাধীনতা, সরকারের স্তুতি-স্তাবকতাই ছিল সংবাদ মাধ্যম আর কবিতা গান সহ সাংস্কৃতিক অঙ্গনের একমাত্র চর্চা। গুম, হত্যা, নির্যাতনের নাটক সাজিয়ে মুখোশ পরে প্রতিবাদীদের তুলে নেয়া হতো নির্যাতন সেলে। একের পর এক প্রতিবাদীদের হত্যা, গুলি চলে। জেল-জুলুম আর আয়নাঘরে চলে বছরের পর বছর অমানসিক নির্যাতন। স্বৈরাচারের চাটুকার ছাড়া বাকি সবাইকে স্তব্দ করে দেয়া হতো নানান প্রকাশ্য ও গুপ্ত বাহিনীর নির্মম অত্যাচারে।
অন্যদিকে ক্ষমতাসীনরা লুট করে নেয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। ব্যাংক, বাণিজ্য, শেয়ার বাজার সব লুট হয়ে যায়, তারা হয়ে যায় মালিক। রাষ্ট্রের রিজার্ভ চুরি সহ সবকিছু লুট হয়ে যায়। কয়েকজন স্তুতিবাদী সাংবাদিক মিডিয়ার নিয়ন্ত্রণ করত। আর দেশের মানুষকে প্রতারিত করত রং মাখানো চটকদার কল্প কাহিনিতে।
এ সময়ে ভিন্ন মতের প্রতিবাদী কবিদের প্রতিবাদের ভাষা ছিল রূপক। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত রূপকাশ্রয়ী দ্রোহের কবিতার কিছু সংকলিত হলো এই প্রন্থে।
Reviews
There are no reviews yet.